সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় 

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. শামীম ভুঁইয়া। বুধবার (২০ ডিসেম্বর) সদর উপজেলা ডিজিটাল সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এ সময় ইউএনও মো. শামীম ভূঁইয়া বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সমাজের সকল সমস্যাগুলো আপনাদের মাধ্যমে উঠে আসে। একটি জেলার উন্নয়নে সাফল্যের পেছনে আপনাদের অবদান রয়েছে। বাল্যবিয়ে রোধে করতে সাংবাদিক ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সকলকে সচেতন হতে হবে। 

তিনি আরো বলেন, প্রশাসনের একার পক্ষে কোন কিছু করা সম্ভব নয়। সম্মিলিত প্রচেষ্টা থাকলে সুন্দর শহর গড়ে তোলা সম্ভব। পরিবারের একজন মাদকাসক্ত হলে সকলের মধ্যে অশান্তি বিরাজ করে তাই তিনি মাদক নির্মূলে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ